Dhaka District H.S.C. Online Admission Form Of Bangladesh

একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। ইতিমধ্যে রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি ও নামিদামি কলেজে ভর্তি ফরম ছাড়া শুরু হয়েছে। এ কারণে দিন দিন বিভিন্ন কলেজে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভিড় বাড়ছে। ঢাকার কয়েকটি সরকারী কলেজ এই প্রথমবারের মত অনলাইনে ভর্তির প্রক্রিয়া হচ্ছে।এস.এস.সি 2009-2010 সেশনের ছাত্র-ছত্রীরা এবার কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।


নিচে ঢাকার কয়েকটি শীর্ষস্থানিয় কলেজের ভর্তির তথ্য দেয়া হল। কলেজের উপর ক্লিক করুন।
  1. ঢাকা কলেজ
  2. রাজউক উত্তরা মডেল কলেজ
  3. ঢাকা কমার্স কলেজ
  4. ঢাকা সিটি কলেজ
  5. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
  6. নটরডেম কলেজ
  7. হলিক্রস কলেজ
  8. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  9. ঢাকা ইমপিরিয়াল কলেজ
  10. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  11. ভিকারুননিসা নুন স্কুল এন্ডকলেজ
  12. টিএন্ড টি মহিলা ডিগ্র কলেজ

জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারও কলেজে ভর্তি পরীক্ষার বদলে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। গতবারের মতো এবারও সরকার শহরাঞ্চলের কলেজগুলোতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ১০ ভাগ আসন সংরক্ষিত করেছে।

0 comments :

Post a Comment